কবিতা - মহাসমারোহ মানুষ, কবি - গোলাম রসুল

 


মহাসমারোহ মানুষ

গোলাম রসুল


মহাসমারোহ মানুষ 

বলো তোমার নাম কি 

আশ্চর্য আমি তোমার নামের অর্থ বুঝি না

যেমন আমি মহাকাশে কোনো উজ্জ্বল নক্ষত্রকে দেখি  

আমি তার নাম খুঁজি 

পাই না কোথাও


শুনেছিলাম ওরা গোলাপি কেঁদেছিলো

এবং ধুয়ে দিয়ে গেছে আশ্চর্য মেঘ

ভাঙাকাচ থেকে এখনো ঝমঝম করে বৃষ্টি নামছে


মরে গেছে কত রহস্য

সমুদ্র হাজার হাজার ছবি তুলে পাঠাচ্ছে

আর পৃথিবী তার পাইপগুলো ভরছে

বেদনাদায়ক বিস্ময়ে হাততালি দিচ্ছে ফাঁপা চাঁদ


বলো 

কমলা রঙের মানুষ কি তোমার ধর্ম 

শহরের পেছনে কোন বিবর্ণ ব্লকে তোমার বাড়ি

যেখানে রাস্তার বিবেক তাড়িয়ে বেড়াচ্ছে মাছিদের


এক মুখোশ যাকে আমরা মুখ বলি

কনুই গুলো সেলাই করা

ফাইবারের তৈরি স্ফটিক মানবিকতা

ঘুণলাগা কয়েকটি শতক 

ঠেকো দেওয়া লম্বা আকাশ


ক্ষুধা 

খনির মধ্যে এক জ্বলন্ত বাতি


একটা মেরু তোমার স্বদেশ


অচেনা গ্ৰহ পেরিয়ে তুমি যখন তোমার হাতের নাগালে পৌঁছোবে দেখবে

মৃত্যু প্রকাশিত হচ্ছে

তুমি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছো

এবং আরও এক স্বপ্ন যা জীবনের মতো দেখতে 

    --------------------------------

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url