কবিতা - স্বপ্নের অহমিকা, কবি - ড: দেবব্রত মাজী

 


স্বপ্নের অহমিকা
ড: দেবব্রত মাজী 
দেউলপুর, হাওড়া, ভারত


স্বপ্ন দেখি, 
স্বপ্ন জুড়ে থাকুক বিস্তীর্ণ মাঠ 
আর নীল আকাশের হাতছানি;
স্বপ্ন দেখি, 
যত দূরে যেতে পারি
কিন্তু হবে না সে কথা কানাকানি।

আমার স্বপ্ন, 
হারানো দিনের সুর, 
শোনাতো যে আশা, 
যা ছিল না কোনোদিন;
স্বপ্ন দেখি আমি, 
আমার ভাঙা ডানা নিয়ে, 
উড়তে চাই অসীম আকাশে, 
হয়ে যেন এক স্বাধীন।

স্বপ্ন শুধু কল্পনা নয়, 
এক গভীর আকাঙ্ক্ষা 
যা এগোতে শেখায়;
স্বপ্ন বলবে,
চল এই পথে, 
পাবে সুখ আর সমৃদ্ধি 
এই ভুবন মেলায়।

এই স্বপ্ন যদি 
ভেঙেও যায় কোনোদিন, 
তবুও আমি খুঁজে নেব 
নতুন এক আশা;
স্বপ্ন দেখব, 
স্বপ্ন লিখব, 
আমার মনকে দেব 
এক নতুন ভালোবাসা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url