কবিতা - নবান্ন, কবি - অরিন্দম চট্টোপাধ্যায়
নবান্ন
অরিন্দম চট্টোপাধ্যায়
সন্ধ্যেপাখির উড়ে যাওয়ার মতো জীবন-
কী দ্রুত একটা জীবন অপরাহ্ণ ছুঁয়ে ফেলে।
এই তো সেদিন ভূমি স্পর্শ করে যেত।
আজ যেন ব্যর্থ দিনের দীর্ঘ ছায়া।
অথচ মাটির ভেতর থেকে উঠে আসে
শস্যের মতো একটা গল্প।
শস্যের গন্ধে ভিজে থাকে নতুন জীবনের প্রতিশ্রুতি।
ঘুরতে থাকে চাহিদা।
পূরণ হয় ছোট ছোট আশা।
আনন্দে জেগে ওঠে বাড়ি।
একটা উৎসব, হিমশীতল দিন জুড়ে।
নবান্ন।
অনেকটা রঙিন আলো।
সোনালি নি:শ্বাস-
অস্তরাগের ছড়ানো মায়াবী আলো।
চোখে চোখে জড়িয়ে যায় ।
বোধহয় দিগন্ত পেরিয়ে যায় নীরব স্বপ্ন।
©®অরিন্দম চট্টোপাধ্যায়

