Books
এই কাব্যগ্রন্থে প্রকৃতির সিগ্ধারুপ,মানবতা,শান্তির বার্তা,মানব সভ্যতার বিনাশকারী বিশ্বে ঘটমান যুদ্ধ, শরণার্থীদের করুন জীবন অলেখ্যা,সমাজের বাস্তব চিত্র, করোনা কালের কথা অতি দক্ষতার সঙ্গে সুনিপুণভাবে আলোকপাত করা হয়েছে। পড়ন্ত সন্ধ্যার মত বিশ্বত অর্থাৎ মানবসমাজ আবছা আলোর দিকে, অন্ধকারময়ের দিকে ধাবিত হচ্ছে - সেই চিত্র এই কাব্যগ্রন্থে অনেক কবিতায় ফুটে উঠেছে। এই কাব্যগ্রন্থে " ইজাজিও কবিতা"
নামে কবির তৈরি এক বিশেষ রীতির নতুন কবিতা রয়েছে। এই বইটি পাঠকদের মনে রেখাপাত করবে বলে আশা করা যায়।
এই সব বই গুলো amazon এ গিয়ে কিনতে পারবেন।বই গুলো কেনার জন্য বই গুলোর চিত্র এ click করুন amazon এ রিডাইরেক্ট করে দিবে।
এই সমস্ত বই গুলোর সম্পাদক মোঃ ইজাজ আহমেদ
এই কাব্যগ্রন্থে প্রকৃতি প্রেম, মানবিক প্রেম, নৈতিকতা এবং সমাজের বাস্তব চিত্র অতি দক্ষতার সঙ্গে সুনিপুনভাবে আলোকপাত করা হয়েছে। সেই সঙ্গে মনের স্বপ্ন, আশা,আকাঙক্ষা, দ্বন্দ্ব, দ্বেষ, দুঃখ, আনন্দ,আবেগ এবং সমাজে চলমান দুঃখ -দুর্দশা, অসহিষ্ণুতা, ভেদাভেদ ইত্যাদি মানসিক ও সামাজিক ব্যাধিগুলি জহুরীর চোখে দেখে এবং সেগুলি থেকে উত্তরণের পথ দেখিয়ে বিশ্বসৌভ্রাতৃত্ব ও মানবতার জয় গান করা হয়েছে এই বইটিতে। এই কাব্যগ্রন্থে বিজ্ঞান কবিতা,কল্পবিজ্ঞান কবিতা ইত্যাদি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এই কবিতার বইটির বিভিন্ন ধরনের কবিতা যেমন বিজ্ঞান কবিতা,দশ শব্দের অনুকবিতা, পরমাণু কবিতা, হাইকু, রঁদেল, রঁদো, আটপৌরে , ট্রায়োলেট, লিমেরিক ইত্যাদি কবিতা প্রেমিদের মননে রেখাপাত করবে বলে আশা করা যায়।
এটি বাংলা সাহিত্য ও সিনেমার গোয়েন্দাদের নিয়ে একটি প্রবন্ধের বই।
এই সব বই গুলো amazon এ গিয়ে কিনতে পারবেন।বই গুলো কেনার জন্য বই গুলোর চিত্র এ click করুন amazon এ রিডাইরেক্ট করে দিবে।
কবিতার অরণ্য, মোঃ ইজাজ আহামেদ এবং ডঃ মহঃ তোহা সেখ
No comments