Header Ads

কবিতা - ওরা পথ চলে নীরবে, কবি - খগেন্দ্রনাথ অধিকারী



ওরা পথ চলে নীরবে 

খগেন্দ্রনাথ অধিকারী 


ভালোবাসার মানুষরা 

স্বজন ছেড়ে যায়না,

ওরা পথ চলে নীরবে 

নিঃশব্দে অলক্ষ্যে রয়ে 

অশরীরী সত্তা নিয়ে ,

সর্বত্র তাদের ই সাথে।

ওই যে জর্ডান তীরে 

ইসরাইল-মার্কিন দানব

নির্বিচারে করছে লাশ

শৈশবের লাখো কুঁড়ি,

বারুদের গোলা দিয়ে, 

শকুনরা উড়ছে।

কিন্তু না,শিশুরা ওই

যায়নি হারিয়ে কেউই, 

বাপমাদের দিল ওরা--

গেরিলা যুদ্ধে ব্যস্ত 

তাদেরই ছায়া হয়ে 

ওরাও সেই লড়াইয়ে।

দুইটি প্রজন্ম মিলে

লড়ছে মরণপণ,

স্বাধীন করবেই স্বদেশ, 

রক্তিম আবির মেখে 

উঠবেই সূর্য ঠিক,

পূবের আকাশে।

No comments

Powered by Blogger.