কবিতা - ওরা পথ চলে নীরবে, কবি - খগেন্দ্রনাথ অধিকারী



ওরা পথ চলে নীরবে 

খগেন্দ্রনাথ অধিকারী 


ভালোবাসার মানুষরা 

স্বজন ছেড়ে যায়না,

ওরা পথ চলে নীরবে 

নিঃশব্দে অলক্ষ্যে রয়ে 

অশরীরী সত্তা নিয়ে ,

সর্বত্র তাদের ই সাথে।

ওই যে জর্ডান তীরে 

ইসরাইল-মার্কিন দানব

নির্বিচারে করছে লাশ

শৈশবের লাখো কুঁড়ি,

বারুদের গোলা দিয়ে, 

শকুনরা উড়ছে।

কিন্তু না,শিশুরা ওই

যায়নি হারিয়ে কেউই, 

বাপমাদের দিল ওরা--

গেরিলা যুদ্ধে ব্যস্ত 

তাদেরই ছায়া হয়ে 

ওরাও সেই লড়াইয়ে।

দুইটি প্রজন্ম মিলে

লড়ছে মরণপণ,

স্বাধীন করবেই স্বদেশ, 

রক্তিম আবির মেখে 

উঠবেই সূর্য ঠিক,

পূবের আকাশে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url