কবিতা - একটা পাগলা আয়না, কবি - গোলাম রসুল

 


একটা পাগলা আয়না 

গোলাম রসুল 


যেন এক পাগলা আয়না আমাকে তাড়া করছে


আয়নাটা আমাকে কামড়াচ্ছে


মানুষ ভর্তি আমি পালাচ্ছি 


আমি পালিয়ে যাচ্ছি

শব্দের সাথে

ঘড়ির সময়ের সাথে 

সূর্য যখন ইতিহাস লিখছে তার সাথে


আমি পালাচ্ছি

একখানা বইয়ের কয়েকটা পৃষ্ঠা যা নিঃশ্বাস নিচ্ছে আয়নার ফুসফুসে 

তার সাথে


এটা তাই 

যা আমার ভোরবেলায় দেখা দুঃস্বপ্ন


এটা একটা রাজার পোষা আয়না 


এটা একটা পাগল হয়ে যাওয়া আয়না 

যার মুখে ঠাসা পেরেকের হাসি 

এটা ধুমকেতুর সাথে বাঁধা একুশ শতক

ছুটে বেড়াচ্ছে এমাথা ওমাথা

            

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url