কবিতা - সিঁড়ি ভাঙার কাহিনী, কবি - আবদুস সালাম

 


সিঁড়ি ভাঙার কাহিনী

আবদুস সালাম


যাপনের ভাঁজে ভাঁজে আগুন  

পুড়ছে আমাদের সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়

বিশ্বাসের দালানে ওঠা বড্ড কষ্টের সিঁড়িগুলো সব ভাঙ্গা 

শুরু হয়েছে অন্ধকারের পর্ব ভিত্তিক প্রদর্শনী 

দাড়ানোর জায়গা দখল নিয়েছে ভাঙা হৃদয়   

ক্ষমতার শর্তহীন আস্ফালনে কেঁপে উঠছে মানবিক ভিত্ 

প্রশাসনের তাবুর নিচে ক্লাব 

শাসকের আসকারায় ওরা আজ ভগবান

শর্তহীন ক্ষমতার প্রদর্শনী চলে নিত্য দিন

ওদের কুর্নিশ না জানানোর  ঝুঁকি কেউ নিতে চায় না


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url