Header Ads

কবিতা - ভাষা, কলমে - খগেন্দ্রনাথ অধিকারী

 


ভাষা 

খগেন্দ্রনাথ অধিকারী 


এখনো ফোটেনি বোল

ওঠেনি কোনই দাঁত,

ছমাসের সন্তান 

নিষ্পাপ দুটি চোখ,

হাতপা উঁচিয়ে কেমন 

খেলে নিজমনে।

আমরা বুঝিনা বটে 

কিন্তু এরা কথা বলে 

অপূর্ব সুরেলা ভাষা 

দুকান ভরিয়ে দেয় 

নবরাগে অস্তরারে

প্রতি ক্ষণে ক্ষণে।

অদ্ভুত গলার স্বরে,

অঙ্গ ভঙ্গিমা দিয়ে,

শিশুরা বুঝিয়ে দেয় 

মনের ভাবকে তাদের,

অধোধ্য কেবল থাকে 

বড়দের কাছে।

হৃদয় বীথিতে ওদের 

শত কলি ফুটে আছে,

তাদের সৌরভ ঠিক 

চারিদিক দেবে ভরে,

মৌমাছি প্রজাপতি 

এসে যাবে সময়ে।

No comments

Powered by Blogger.