Header Ads

কবিতা - দূষণ, কলমে - মোঃ ইজাজ আহামেদ

 


দূষণ

মোঃ ইজাজ আহামেদ 

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত 


আদিগন্তে দূষণের হুঙ্কার,

প্রসারিত করেছে তার বাহু চারিদিকে,

রেহায় পাচ্ছে না আমাদের নীল গ্রহের ছাতা ওজোন স্তর;

 আবহাওয়া, জলবায়ু পরিবর্তন হয়েই চলেছে;

ঋতু ক্ষয়রোগাক্রান্ত হয়েছে;

ম্রিয়মাণ হয়েছে হেমন্ত;

শীতে ধোঁয়াশার অবগুণ্ঠনে মুখ ঢেকেছে শহর;

গ্রীষ্মে তীব্র দাবদাহের রাজত্ব;

মৃত্তিকাকে পরতে হয়েছে বিষাক্ত কীটনাশকের কাপড়;

তার আক্রমণে ত্রস্ত অশ্বমন্ডল, বারিমন্ডল, 

বায়ুমন্ডল ও জীবমন্ডল।

No comments

Powered by Blogger.