Header Ads

কবিতা - ভোটযুদ্ধ, কবি - মোঃ ইজাজ আহামেদ

 

ভোটযুদ্ধ

মোঃ ইজাজ আহামেদ


গণতন্ত্র মাথায় করে নির্বাচন নিয়ে আসছে

ভোটযুদ্ধ সিংহের মতো হেঁটে আসছে

প্রতিশ্রুতি দুই বাহু প্রসারিত করে আলিঙ্গন করছে ভোটারদের

সাম্প্রদায়িকতা কখনও সুড়সুড়ি দিচ্ছে কখনও চোখ রাঙাচ্ছে তাদের

মানুষের মনের ভুবনে ধূসর সন্ধ্যা নামছে

কত মায়ের নয়নে ধূসর বর্ষা ডাকছে

'খেলা হবে'র মিসাইল বাগযন্ত্র থেকে ছুটছে

কথার মিথ্যা ফানুস আকাশে বাতাসে উড়ছে



অধিবাসীরা পিঁপড়ের মতো লাইন দেবে সুদিনের আশায় 

তারা দিন গুনছে অপেক্ষায় 

তবে ভয়ও চোখ রাঙাচ্ছে

 ইতিহাস আঙুল দিয়ে পিছনের লাল অধ্যায় দেখাচ্ছে

ভোটযুদ্ধ প্রায় রক্তময় মানচিত্র আঁকে

ইতিহাস বারে বারে পিছনে ফিরে দেখে

No comments

Powered by Blogger.