কবিতা - রাগান্বিত দুপুর, কলমে - মোঃ ইজাজ আহামেদ

 



রাগান্বিত দুপুর

মোঃ ইজাজ আহামেদ


আকাশে গ্রীষ্মের সূর্য

উষ্ণ রোদ্দুর

খাঁ খাঁ মানব শূন‍্য রাস্তা

চলেছি আমি একা

যেন লকডাউন

তৃষ্ণারা ভিড় জমিয়েছে আমার কণ্ঠে

আমার ঘর্মগ্রন্থি ঝর্না বইয়ে চলেছে

গাছেরও দেখা নাই

চলে গেছে যেন কোথায়

দিনটি যেন রেগে আছে

দুপুরটি উদাস হয়ে বসে আছে

যেন আছি আরবের মরুভূমিতে

খুঁজছিলাম কোনো মরুদ্যান

ভাবছিলাম যদি হতাম আরব বেদুইন

তবে কষ্টরা মনের আকাশে উঁকি দিত না

বন্ধু বানাতে পারতাম এই উষ্ণ আবহাওয়াকে

অভিযোজন করতাম ক্ষণে ক্ষণে

অপার আনন্দে উপভোগ করতাম সব ঋতুকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url