কবিতা - স্বাগতম- ২০২৬ , কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
স্বাগতম- ২০২৬
কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
**************************
সোনালি রোদে দিন শুরু, আশায় ভরে প্রাণ,
ফুলের হাসি ভাসে বাতাসে, মধুমাখা ঘ্রাণ।
পুরোনো ক্লান্তি ঝরুক আজ, ঝরে যাক সব ভয়,
নতুন বছরে নতুন আশায় জীবন হোক শান্তিময়।
হাসির ফুল ফুটুক মনে, চোখে থাকুক আলো,
ভালোবাসার স্পর্শে ভিজুক প্রতিটি সকাল ভালো।
শান্তির হাওয়া আসুক ঘরে, মিলুক মনের টান,
সফলতায় সাজুক পথ, পূরণ হোক সব প্রাণ।
স্বাস্থ্য থাকুক, শক্তি থাকুক, থাকুক মনের জোর,
সময়ের সাথে বদলাক জীবন, আসুক সুখের ভোর।
২০২৬ বলুক সবারে—“থামিস না রে ভাই”,
নতুন বছরে সবাই সুখ-সফলতা আর শান্তির গান গাই।

