কবিতা -দ্রবণ এবং স্তোত্র, কবি - গোলাম রসুল
দ্রবণ এবং স্তোত্র
গোলাম রসুল
এই যমজ শহরগুলিও গৃহহীন
এবং এর বিজয়ী অঙ্গ প্রত্যঙ্গগুলো এ ভূমি থেকে অন্য ভূমিতে আদান প্রদান করা হয়
লোমহর্ষক খবর
এখানে রাতের বেলায় দিন খুন হয়
চাঁদের আলোয় দিনগুলোকে বন্দি করে রাখ হয়
তারাদের মধ্যরাত
প্রযুক্তিযুক্ত একটি কবরখানা
আক্রান্ত মিশ্রণ
দ্রবণ এবং স্তোত্র
দহণ আর শোষণ সম্বন্ধে মানুষের ধারণা
আগুনের উৎসবের মধ্যে ধাতুর জন্ম
তরল বিস্ফোরক
ব্যথার মতো দেখতে মানুষগুলো
কি বিশাল এই ওভার
আমি স্তম্ভহীন মিনার হাউমাউ করে কাদঁছি সমুদ্রের কাছে
পরিত্যক্ত আগুন জননী আমার
এবং ভস্মগুলো দুর্বিষহ গাছ
বাড়িগুলোর ওপর নিরব নৌকা চলছে ঠিক যেমন উপসাগরের ওপর চাঁদ
এবং জোয়ারের নিজস্ব প্রতিফলন যেন চাঁদের ওপারে পৃথিবীর বার