Header Ads

কবিতা - সহসা ঈদের নামে! (ইমদাদীয় চতুর্দশপদী), কবি - ইমদাদুল ইসলাম

 


সহসা ঈদের নামে!

(ইমদাদীয় চতুর্দশপদী)

ইমদাদুল ইসলাম 


ক্ষুধার্ত জনে কিঞ্চিৎ আনাজের দান

আর সস্তা বসনের থলি হস্তান্তর,

সাথে কত ছবি ছাপ্পা ভাবে রূপান্তর,

দেখে বুঝি এল ঈদ দুষ্টে এল শান। 

সমগ্র বৎসর প্রাপ্য চুষে দরিদ্রর

বিবেক এলে হঠাৎ, তাও কেন সস্তা

খুঁজো ওহে ধর্মপ্রাণ, রাখো কোথা সত্তা?

এই বুঝি জাতি গড়া  নিবৃত্তি ক্লিষ্টর!


সহসা ঈদের নামে ধর্মেতে মত্ততা,

পারে কি কখনো নিতে দায়িত্ব দীনের?

সদা হৃদে হানো যারে চোট বল্লমের,

দেখেও দেখো না যেন করুণ অবস্থা।

হঠাৎ কিঞ্চিৎ দানে নেই কোনো যশ,

কেন ভরো না সমাজ দিয়ে নীতি রস?

No comments

Powered by Blogger.