Header Ads

কবি কুতুবউদ্দীন সেখ-এর একগুচ্ছ ছড়া

 



সোনার দেশ
কুতুবউদ্দীন সেখ

সোনার দেশ লেখাপড়া করে মোরা
গড়বো সোনার দেশ,
অবহেলায় জীবনটাকে
করবো নাকো শেষ।


ঈদ
কুতুবউদ্দীন সেখ

আনন্দে মেতে ওঠে
আমাদের মন,
ধরার মাঝে খুশির ঈদ আসে যখন।



নতুন চাঁদ
কুতুবউদ্দীন সেখ

আজকে নতুন চাঁদ উঠেছে
নীল আকাশের গায়,
রমজানের-ই মাস এলো যে
রাখবো রোজা তাই।




ধরণী
কুতুবউদ্দীন সেখ

ধরণীর মাঝে দেখো
কত শত ফুল,
কে-সৃজিল এ-ধরণী
নেই যে তার তুল।



তোমার গুণগান
কুতুবউদ্দীন সেখ

সাগর নদী ঝর্ণা পাহাড় সবই তোমার দান,
মনের সুখে তাই গেয়ে যায় তোমার গুণগান।

পাহাড় হতে ঝর্ণা ঝরে নদী হয়ে বয়,
এঁকে বেঁকে নদী বয়ে সাগরে মিল হয়।

সৃষ্টি যে তার কোথায় হলো কোথায় যে বিরান?
মনের সুখে তাই গেয়ে যায় তোমার গুণগান।।

ওই কালো মেঘ ছুটে ছুটে কোন্ সুদূরে যায়,
ক্ষণিক পরে বৃষ্টি হয়ে ঝড়ে ধরার গায়।

ওই সে মেঘের জন্ম কোথায় কোথায় বাসস্থান্?
মনের সুখে তাই গেয়ে যায় তেমোর গুণগান।।

No comments

Powered by Blogger.