কবিতা - স্থির থাকো, কবি - খগেন্দ্রনাথ অধিকারী
স্থির থাকো
খগেন্দ্রনাথ অধিকারী
শয়তানকে করোনা রেয়াৎ,
ছলনায় ওস্তাদ ওরা,
ভাঙতে মুক্তির লড়াই,
গাজার প্রান্তরে দেখো
পেতেছে এক ফাঁদ।
ধর্মের বিভেদ ভুলে
খৃষ্টান যিহোবা মোমিন ,
নাছোড়বান্দা হয়ে
জেরুজালেম সামনে রেখে
স্বাধীনতা চায়।
কুচক্রী পেন্টাগন
ভাঙতে ঐক্য এই
ইহুদী এলাকা নিয়ে
বানাতে নতুন দেশ
এগিয়ে আজ।
হুঁশিয়ার ভাই সব ,
হাতে হাত ধরো মিলে
দৃঢ় পায়ে স্থির থাকো,
অখণ্ড প্যালেস্টাইন
চাই, চাই'ই চাই।

