কবিতা - কখন যে আসবে ডাক, কবি - খগেন্দ্রনাথ অধিকারী
কখন যে আসবে ডাক
খগেন্দ্রনাথ অধিকারী
কখন যে আসবে ডাক
অজানার দেশ থেকে,
বলতে পারে না কেউ,
তৈরি থাকতে হবে
প্রস্তুতি নিয়ে।
গুছিয়ে রাখতে হবে
দিনের সব কাজ দিনে,
চলে গেলে স্বজন কেউ
হিসাব অভাবে যেন
না পড়ে বিপদে।
উদয় অস্ত ধরে
চুলচেরা তালিকা
রেখে দাও নথি করে,
উঠলেও অন্তিম যানে,
খতিয়ান পাবে।
সর্বদাই তৈরি আমি
গোছগাছ বাকি নেই,
কানেতে ঢুকলে হাঁক
খেয়াঘাটের সিঁড়ি বেয়ে
যাবো উঠে নাও-এ।

