কবিতা - শুধুই খুশীর নয়, কবি - খগেন্দ্রনাথ অধিকারী

 


শুধুই খুশীর নয় 

খগেন্দ্রনাথ অধিকারী 


শুধুই খুশীর নয় 

ঈদের চাঁদটা আজ,

মনে রেখো শপথেরও

আসমানের কাস্তেফালি,

দানবকে মারতে।

উনিশ বছর আগে 

ঈদল ফিতরের ভোরে 

সাদ্দামকে ফাঁসি দেয় 

সৌদি -আমেরিকা মিলে 

তাঁর নামাজকে থামিয়ে।

কাবুলে, নাজিমের দেশে,

ঢাকার অন্ধ কারায়,

না দিয়ে এবাদতের সময়,

দমরুদররা করেছে খুন

নজিবুল্লা -তাজসহ-আরো বহু নেতাকে।

রক্তেভিজে নিঃশব্দে পরব

কেটে যায় জর্ডান তীরে,

হিসাব নেয়না কেউ 

উল্লাস শকুনদের শুধু -----

বন্ধু গর্জাও সকলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url