Header Ads

কবিতা - শিক্ষক, কলমে - মোঃ ইজাজ আহামেদ (Md Ejaj Ahamed)

 


শিক্ষক

মোঃ ইজাজ আহামেদ


শিক্ষক, তুমি ভবিষ্যৎকে ছুঁয়ে থাকো, 

তুমি ভবিষ্যৎ তৈরি করো;

তোমার শিষ্যরাই হয় সমাজের চালক, দেশের চালক- 

রাজনীতিবিদ, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সমাজসেবক।

তুমি সম্মানের রক্ষক, 

তুমি বন্ধু সবার, প্রতীক সততার,

তুমি প্রকৃত মানুষ গড়বার কারীগর।

তুমি অনিষ্টের বিনাশকারী,

 সমাজের কান্ডারি।

তুমি অসহায়, অত্যাচারিত,পীড়িতদের সাহায্যকারী।

তুমি আদর্শ সমাজ গড়ার সৈনিক, সমাজের মেরুদন্ড,

যুগ যুগ ধরে পৃথিবীকে  উন্নত সভ্যতা উপহার দিয়েছ । 

তোমার শিক্ষার ঝড়ে উড়ে যায় অজ্ঞতা, 

উড়ে যায় কুসংস্কার, গোঁড়ামি, সংকীর্ণতা, 

তোমার শিক্ষার শীতল বৃষ্টিধারা নিয়ে আসে নব নব সৃষ্টি ;

তোমার চারাগাছগুলি  বড়ো হয়ে বিস্তার করে ছায়া ;

তোমার শিক্ষার আলোয় আলোকিত হয় মনুষ্যজাতি; 

আজ একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তির যুগ তোমারই দয়া।

No comments

Powered by Blogger.