Header Ads

কবিতা - ওরা কাপুরুষ, কবি - ইমদাদুল ইসলাম

 


ওরা কাপুরুষ

ইমদাদুল ইসলাম


ওরা সুন্দর, কোমল ও স্নেহপরায়ণ,

ওদের হৃদয় খুব সহজ ও সরল,

ওরা সহজেই মানুষকে নিজের ভাবে,

কষ্ট পেলে ওদের অন্তরের ফাঁপর বাড়ে

কিন্তু কাউকে কষ্ট দিতে দ্বিধা বোধ করে,

তবে নিজেদের সুরক্ষা-শক্তি কিঞ্চিৎ কম।


মধুপের ন্যায় যদি ওদের পাখা থাকত,

দূরে কোথাও উড়ে গিয়ে আত্মরক্ষা করত!

যদি ওদের ফুটিয়ে দেওয়ার হুল থাকত,

বেশ, বেশ হতো!

হয়তো ওদের মৌচাক কেউ স্পর্শ করত না,

সুরক্ষা থাকত বহাল তবিয়তে।


ওদের সুরক্ষা বেষ্টনী হয়তো কমজোর,

তাই কি ওদের ঘরে মধু চুরি করতে হবে?

তা আবার দল বল নিয়ে?

বড় লজ্জার , বড় লজ্জার!

এ লজ্জা সারা মানব জাতির।

এ লজ্জার কাজে লিপ্তরা লজঝড়, 

ওরা আদতেই নীচ ও কাপুরুষ।

No comments

Powered by Blogger.