কবিতা - তুমি কি আসবে? কবি - তাসনিম হোসেন (বাংলাদেশ)
তুমি কি আসবে?
তাসনিম হোসেন
যে যাবার সে চলে গেছে
যাবার আগে বলে গেছে ‘আসব না আর ফিরে’
তবু কেন মনে হয় সে আসবে, আসবে ফিরে
এসে বসবে আমার পাশে, বলবে ‘ভালোবাসি’
ভালবেসেছি অনন্তকাল ধরে
থেকেছি অপেক্ষায়ে, গুনেছি প্রহর কখন তুমি আসবে
শুনেছি তোমার কণ্ঠ বাতাসের শব্দে ভেসে গুন গুন করে ডাকছে আমায়ে
বৃষ্টির রিনিঝিনি শব্দে, আনমনা কোন প্রহরে
ঝড়ের মাতাল হাওায়ে বিদ্যুতের গর্জনে
স্নিগ্ধ কোন রাতে মৃদু বাতাসের ভেলায় চড়ে
জোৎস্না চাঁদের স্বপ্নের সিঁড়ি বেয়ে
কোন এক রাতে তুমি আসবে
সেই অপেক্ষায়ে বসে আছি দু চোখ ভরা অশ্রু নিয়ে
তোমার অপেক্ষায়ে……
তুমি কি আসবে?
পরিচিতি:
তাসনিম হোসেন একজন বহুভাষী কবি, ছোট গল্প রচয়িতা, কলামিস্ট, অপ- এড কলামিস্ট, অনুবাদক এবং প্রশিক্ষক কনসাল্টেন্ট। তিনি ইংরেজি, বাংলা ও উর্দু ভাষায় কবিতা লেখেন। তাঁর লেখা কবিতা ও প্রবন্ধ এ পর্যন্ত ৭টি ভাষায় অনুবাদিত হয়েছে এবং বাংলাদেশ সহ ২৭টি দেশের বিভিন্ন দৈনিক, মাসিক ও সাময়িকিতে তার লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে। ইতিমিধ্যে তাঁর তিনটি ইংরেজি কবিতার বই এবং একটি নিবন্ধ সংকলিত বই প্রকাশিত হয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে ১৯৮৬ সালে অনার্স-মাস্টার্স করে চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি-তে কিছুদিন শিক্ষকতা করেন। বর্তমানে তিনি 'কন্টিনিউইং এডুকেশন সেন্টার' বাংলাদেশ এর পরিচালক।
No comments