Header Ads

কবিতা - উদ্ভ্রান্ত পথিকের আকাশের দরজা দর্শন, কবি - আবদুল মালেক

 


উদ্ভ্রান্ত পথিকের আকাশের দরজা দর্শন

আবদুল মালেক


অষ্টপ্রহর মৃত্যুর সাথে সহবাস

কখন যে ছবি হয়ে যাই

তার কি জানি

তবুও স্বেচ্ছাচারী দুটি পা

আঘাত হানে বারবার নরম মাটির বুকে

ক্ষতবিক্ষত হয়, রক্ত ঝরে

লোভাতুর দুটি চোখে জাহান্নামের আগুন


তারা ভরা আকাশের নিচে

বাদুড়ের ডানার মতো অন্ধকারে

উদ্ভ্রান্ত পথিকের মত ছুটে চলি অজানার পথে

আজন্ম ভালোবাসা মাঠের সবুজ জড়ায়

দুপায়ে


অবিশ্রান্ত ছুটতে ছুটতে

কখন যেন দুটি ডানা পেয়ে 

আকাশের দিকে ছুটি

আকাশের দরজা টা আমি স্পষ্ট দেখতে পাই


এই বুঝি দরজাটা ধরে ফেলব এইবার

এমনি হঠাৎ মুখের উপর দরজাটা বন্ধ

মুহূর্তেই শেষ আমার স্বপ্নের উড়ান।

No comments

Powered by Blogger.