Header Ads

কবিতা - বসন্তের অভ্যর্থনা রমজানকে





বসন্তের অভ্যর্থনা রমজানকে
মোঃ ইজাজ আহামেদ
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত

এক বছরের পথ অতিক্রম করে রমজান এসেছে হেঁটে,
বসন্ত দুইহাত বাড়িয়ে আলিঙ্গন করছে রমজানকে স্বাগত জানাতে,
বরণ করছে পুষ্প দিয়ে,
সুগন্ধ ছড়িয়ে দিয়ে,
পাখিরা সঙ্গীত গাইছে,
বাতাস হাওয়া করছে,
সবুজ পোশাক
আর রংবেরঙের স্কার্ফ পরেছে গাছ,
আনন্দের হাসি নিয়ে দাড়িয়ে আছে সূর্য,
জ্যোৎস্নার হাত ধরে হেঁটে আসছে চন্দ্র;
প্রজাপতি, মৌমাছি করছে আনন্দের গুঞ্জন,
ফুলে ফুলে করছে ভ্রমণ;
স্বাগত জানাচ্ছে পশ্চিম দিগন্তে গোধূলি দাড়িয়ে,
সন্ধ্যাতারা আসছে এক আকাশ সন্ধ্যা মাথায় নিয়ে;
রাতময় আকাশ আসছে সহস্র আলোকবর্ষের তারাদের  নিয়ে;
কী আনন্দ আবহাওয়ায়!
মেঘ আনন্দে ভাসে আকাশের নীলিমায়।

No comments

Powered by Blogger.