কবিতা - আজকে খুশির ঈদ

 



আজকে খুশির ঈদ 

 ওয়াশিম রাকিব


রমজানের এই রোজার শেষে

আজকে খুশির ঈদ। 


সবার মনে শান্তি এলো

হারিয়ে গেছে নিদ। 


খোরমা খেয়ে সুরমা দিয়ে

ঈদগাতে আজ যাব। 


নিত্য-নতুন ফুল-আত্তরের

সুভাশ আমি পাব।


শত্রুতা ভুলব মোরা

করব কোলাকুলি ।


বুকের মাঝে জড়িয়ে ধরে

সকল বিভেদ ভুলি ।


বিভেদ ভুলে কেন না পারি

থাকতে সারা বছর। 


আজ থেকে-ই উথলে উঠুক  

সম্প্রীতির ভোর ।।


কবি পরিচিত :- পত্রপত্রিকা ও নেট দুনিয়ায় এই মুহুর্তে অতি সুপরিচিত নাম ওয়াশিম রাকিব। বাংলা সাহিত্য জগতে তাঁর অবাধ বিচরণ চোখে পড়ার মত। দেশ বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়ে চলেছে। প্রচার বিমুখ বিশিষ্ট সমাজসেবী এবং স্বনামধন্য ভারতীয় বাঙ্গালী কবি ওয়াশিম রাকিবকে কাব্যরত্ম, আলোকজোতী সহ আরো বিভিন্ন সম্মাননা দিয়ে স্বীকৃতি দিয়েছেন একাধিক সাহিত্য পরিষদ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর মন্ত্রী শ্রী রাজীব বন্দোপাধ্যায়ও ভূয়সী প্রশংসা করে সম্মাননা তুলে দিয়েছেন এই প্রকৃতি প্রেমী কবির হাতে। কবি ২রা নভেম্বর ১৯৮৮ খ্রীষ্টাব্দে হাওড়া জেলার পাঁচলার দেউলপুর পঞ্চায়েত-এ জন্মগ্রহন করেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url