কবিতা - বৈশাখী বার্তা
বৈশাখী বার্তা
নবী হোসেন নবীন
বাংলাদেশ
স্বপ্নের জাল বুনি বৈশাখী মেঘে।
ঝড় এসে ভেঙ্গে দেয় ঘর ভাঙ্গে হৃদয়
উড়ে যায় ঋণের ফসল।
জালে আটকে থাকে সোনালি ধানের খর
সর্বাঙ্গে থকথকে কাদা।
খর দিয়ে ফের গড়ে নেই ঘর।
এভাবেই বোশেখ আসে বোশেখ যায়
ঘুরে যায় সময়ের চাকা।
কৃষকের অঙ্গে লেগে থাকে কাদা
স্থির দাঁড়িয়ে থাকে খরের গাদা।
বৈশাখী মেঘে এত জল কোথায়?
ধুয়ে নিবে গায়ের কাদা।
ঝড় থেমে গেলে ঘাম দিয়ে জ্বর আসে।
গায়ের কাদা ধুয়ে নেয় ঘামের জল
দুচোখে আবার স্বপ্নেরা করে জ্বলজ্বল।
No comments