কবিতা - বিবেকের আলো , কবি - তাপসী ভট্টাচার্য্য

 



বিবেকের আলো 

তাপসী ভট্টাচার্য্য 


মনের আলো নিভিয়ে কাজ করে যাঁরা 

আলো জ্বেলে কাজ করতে ভুলে যায় 

শিক্ষার আলো যতই জ্বলুক ভবে 

বিবেকের প্রদীপ যদি না থাকে মনে

প্রতি পদে অন্যায়ের খাতা ভরে যাবে।


সচেতনতা শিক্ষার এক মহামূল্য সম্পদ 

পুঁথিগত বিদ্যার নেই কোনো প্রয়োজন 

সঠিক বিদ্যা বিনয়ী বিবেক আনে 

পদ চালনায় সঠিক সিদ্ধান্ত নিয়ে 

নিজের ভালো সবার ভালো চিন্তা শক্তি দিয়ে।


সমাজ একার দ্বারা গঠন করা যায় না 

সমষ্টি ভাবে গড়ে তুলতে হয় 

সুষ্ঠ সুন্দর প্রকৃতি নীরবতায় 

সেবা করে যায় সকলের জন্য সকলে

সৌন্দর্যের সুনাম রেখে যায় কল্যাণের আবহাওয়াতে 


প্রকৃতি মনের পরিচালক ক্ষুধার্থের আহার

সমাজ সংসার কলুষিত হলেই বদনাম

চলার পথে স্বচ্ছতা বজায় রাখাই সভ্যতা

মানুষের মতো মানুষ হওয়া কঠিন কাজ নয় 

অমানুষ, মানুষ হওয়া বড়োই কঠিন কাজ।



পরিচিতি: ডাঃ তাপসী ভট্টাচার্য্য একজন হোমিওপ্যাথি চিকিৎসক, এম. এ. বাংলা। বাসস্থান - চুয়াপুর, কদমতলা, পোস্ট - বহরমপুর, জেলা - মুর্শিদাবাদ।

কবিতা লেখার প্রেরণা নবদ্বীপ বঙ্গবানী গার্লস হাই স্কুলে সপ্তম শ্রেনিতে পড়ার সময়। ওয়াল ম্যাগাজিনে লেখা কবিতা সেরা শিরোপা পান। দীর্ঘদিন সাহিত্য সেবায় নিবেদিত প্রাণ হিসাবে বহু সম্বর্ধনা ও স্বীকৃতি পেয়েছেন। ২০০২সালে বহরমপুরে সারদা শান্তি আশ্রম থেকে স্বামী মুক্তা নন্দ মহারাজের কাছ থেকে চিকিৎসক, সমাজসেবী ও লেখিকে হিসাবে সম্বর্ধনা লাভ,

ঐ আশ্রমে দীর্ঘদিন দাতব্য চিকিৎসায় নিয়োজিত ছিলেন।

২০০৬সালে কলকাতা বিশ্ব বাণী থেকে "কাব্যভারতী " উপাধি লাভ করেন।

মুর্শিদাবাদে কান্দির ত্রিনয়নী, পাঁচ গ্রামের দ্বাদশাঞ্জলি, জলঙ্গির সঞ্চয়নী, ডোমকল উর্বরমন, দা কলিং বেল, আরও 

নদীয়া জেলার কৃষ্ণনগর এর সপ্তর্ষি নাট্য সংস্থা ও কথা কোলাজ সম্বর্ধনা ও সাহিত্য সম্মান 

বীরভূম ময়ূরাক্ষী ব্লকে নেতাজী সংকৃতি মঞ্চে সম্বর্ধনা ২০১৬, 

কলকাতা সাহিত্য মন্দির ও রং বে রঙের সাহিত্য সম্মান মানপত্র,

২০২১ বাংলাদেশ বৈশাখী সাহিত্য পত্রিকায় লেখার জন্য সেরা সম্মান 

কলকাতার ৫৫ বছরের বুলবুল সাহিত্য পত্রিকার সম্প্রীতি, সৌহাদ্য, নজরুল, রবীন্দ্র পুরস্কার 

আরও অনেক। অকাদেমি অফ বেঙ্গলি পয়েট্রি থেকে ২০১১ সালে ১৭ই এপ্রিল কবিগুরু স্বারক সম্মান ও ২০১২তে বিবেকানন্দ স্বারক সম্মান পেয়েছেন।

এছাড়া বহু জায়গা থেকে নানা পুরস্কারের পুরস্কৃত হয়েছেন। গ্রন্থ প্রকাশ: কাব্য গ্রন্থ - যা আসে মনে, নির্বাচিত কবিতা, ঊষার আশীর্বাদ, পিত্রাশীষ, ছায়াবৃত্তে রবীন্দ্রনাথ,

ভ্রমণ কাহিনী: নীল সাগরের পাড়ে, ঘুরে এলাম হিমালয়ের কোটিমহেশ্বরী 

উপন্যাস- কুঞ্জখেয়া, প্রেমাগ্নি 

শিশুদের ছড়ার বই --খোকা খুকুর ছড়া 

স্বা

মীর স্মৃতিতে -স্বরণে স্মৃতি রেখা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url