কবিতা - অপেক্ষমাণ চোখ, কবি - অরিন্দম চট্টোপাধ্যায়

 




অপেক্ষমাণ চোখ

অরিন্দম চট্টোপাধ্যায় 


কতোগুলো মানুষের চোখ থেকে জল গড়িয়ে যায়

রক্তকাঞ্চন ফুলের পাপড়ি 

ঝরে পড়ার মতন নীরবে।


কতো নির্ঘুম রাত কাটিয়েছে

খোলা আকাশের নীচে, দলবদ্ধ ভাবে-

তারা একটা স্বপ্ন বুনেছিল 

গান্ধী মূর্তিকে জড়িয়ে ধরে

 বলেছিল অগণিত বিচারের গল্পকথা।

শুনে গোল চশমা ঝাপসা হয়ে গেছিল

যেন আরও তিনি নির্বাক হয়ে গেছিলেন। 


তারপর তারা ছুটে গিয়েছিল

একটা উঁচু সিংহাসন সদৃশ্য  চেয়ারের মতন

বলেগিয়েছিল তাদের  সব কথা-

প্রথম সারির চাকরি প্রার্থী হয়েও

কেন তারা অপেক্ষমাণ। 

তারা বিচার চেয়েছিল

মানবিক হতে বলেছিল

চেয়েছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান। 


কিন্তু সেই উঁচু চেয়ার আরও উঁচু হয়ে

বলে দিল-

" যারা কর্মরত তারা কর্ম হারালে 

সমাজে  বিরূপ প্রতিক্রিয়া হবে"।


এই অসহায় চোখ গুলো থেকে জল পড়ছে

 ঝরা শিশিরের মতন-

প্রবল বৃষ্টির মতন-


 এইসব জল নদীবানের মতো

 সমস্ত কিছু ভাসিয়ে দিয়ে

একদিন হয়ত

আবার নতুন পৃথিবী গড়ে তুলবে....


©® অরিন্দম চট্টোপাধ্যায়

বেহালা, কলকাতা -৭০০০৬০,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url