কবিতা - জীবনানন্দ, কবি - অরিন্দম চট্টোপাধ্যায়
জীবনানন্দ
অরিন্দম চট্টোপাধ্যায়
শরৎ আকাশ, নীল রঙে আঁকা
দেখছিলেন কেমন করে
মেঘ জমে আবার মেঘ ভেঙে যায়
আর মেঘ থেকেই বৃষ্টিকুড়ি আবার বৃষ্টিফুল
এইসব দেখতে দেখতে
কেমন করে শব্দহীন পৃথিবী
অর্ধেক লেখা কবিতার মতো...
দেশপ্রিয় পার্কের পাশে ঘাসে ঢাকা ট্রামলাইন
চাকার শব্দ ও ট্রামের হর্ণ সব যেন শ্রবণহীন
তিনি শুধু তখন দেখছেন আকাশ
সেখানে যেন ভাঙা গড়ার উল্কা স্রোত
অত:পর তীব্র ধাক্কায়
গোটা শরীর ভেঙে চুড়ে যেন চেতনা হীন
জীবন ও মৃত্যুর মাঝামাঝি কয়েকটা দিন
দেখছেন ধানের শীষে জমে ওঠা দুধ
সীমানাহীন নিস্তরঙ্গ জলভূমি
বা বনলতা সেনের অবয়ব
নতুবা নক্ষত্র আলোকে আলোকিত রাত্রি
অথবা পৃথিবীর কোন নির্জনতম ধূসর প্রান্ত
তারপর-
তারা শূন্য পৃথিবীর দিকে হেঁটে যাওয়া
অনেকটা বিচ্ছিন্ন ও অবহেলিত হয়ে....
©® অরিন্দম চট্টোপাধ্যায়,
বেহালা, কলকাতা -৭০০০৬০,

