কবিতা - জীবন-যান, কবি - বাবুর আলি

 


জীবন-যান

বাবুর আলি


জীবনের গাড়িটা চলছে

আশা নিরাশায় দুলছে।

নব নব যাত্রী উঠছে, নামছে 

কিছু পথ পিছে ফেলে এঁকেবেঁকে ছুটছে।


পথের শিক্ষা সঞ্চিত বক্ষে 

প্রকৃতির চিত্র তৃষিত চক্ষে,

লালসার ক্ষত গুলো দগ দগ করছে

প্রতিবাদী সত্ত্বা হৃদয় গবাক্ষে।


খাদ্যের চাহিদায় কাজ করে কাজিয়া 

সামান্য মজুরিতে সই করে হাজিরা।

মহাজন ফুলে ওঠে শ্রম -ধন কিনে তায়

রোগে,শোকে অর্ধাহারে স্রষ্টারা অসহায়।


জীবনের সঞ্চয় মুক্তির সন্ধান 

হোন তিন ভিনদেশী, হোন তিনি জার্মান।

ডাক দিয়ে বললেন, মজদুর এক হও 

সম্পদ সকলের সমাজটাকে পাল্টাও।


কেউ কেউ বললে চলবেনা এ দেশে 

পোশাকি নেতা,  ধন -বাদের সখা সে।

দলে দলে প্রাণ দিল মুক্তি কামি জনতা

সংগ্রামে টলমল বণিকের ক্ষমতা।


মুচলেকা দিল কারা প্রসাদের আশায়

দ্বিজাতি তত্ত্বে কেউ দেশটার ভাগ চায়।

বিদেশি রাজ চলে গেছে রেখে গেছে নায়েব

এ দেশের শ্বাসনে  স্বদেশী সাহেব।


সময়ের গাড়ি চলে স্ব -গতীতে নির্বাক

নৈতিক অবক্ষয় দেখে শুনে হতবাক।

শোষকের অনুচর ও মিছিলে হাঁটছে 

মুক্তিকামী, মুক্তমনা প্রাণ ঝরে পড়ছে।

রুটি রুজির লড়াই চলছে চলবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url