কবিতা - ভারত, কবি - মোঃ ইজাজ আহামেদ

 


ভারত
মোঃ ইজাজ আহামেদ

ভারত! তোমায় আমি সালাম জ্ঞাপন করি,
তুমি আমার জন্মভূমি।
তোমার তিনদিকে সমুদ্র আর একদিকে হিমালয় পর্বত;
তারই মাঝে তোমার উপস্থিতি।
তুমি পৃথিবীর প্রাচীনতম সভ্যতার এক অন্যতম ভূমি।
যুগ যুগ ধরে তোমার কাছে এসেছে ভিন্ন ধর্মের, ভিন্ন জাতির ভিন্ন মানুষজন;
সকলেই তোমাকে ভালোবেসে করেছে আপন।
হুন, কুষান, মোঙ্গল, পাঠান,
জৈন, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান-
সকলেই তোমাকে করেছে সমৃদ্ধি সন্মান।
তোমার সন্তানেরা বিশ্বে করেছে বিচরণ,
বিশ্ব দরবারে তোমাকে এনে দিয়েছে খ্যাতি।
তোমার বৈচিত্রেভরা উদ্ভিদরাশি, বৈচিত্রেভরা প্রাণী,
বৈচিত্র‍্যময় মানুষ, বৈচিত্র্যময় মাটি,
বৈচিত্র্যময় মানুষ, বৈচিত্র্যময় সংস্কৃতি,
বৈচিত্র্যের মাঝে সমন্বয়ই তোমার মূলনীতি;
তাইতো তুমি পৃথিবীর সারাংশ ও বৈচিত্র্যের পটভূমি।
তাইতো তোমায় এতো ভালোবাসি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url