কবিতা - মৃতনদী, কবি - লালন চাঁদ
মৃতনদী
লালন চাঁদ
যে চলে গেছে
তার কথা মনে পড়ে বারবার
নিজেকে ধরে রাখতে পারি না কিছুতেই
বেহুঁশের মতো ছুটি
এখানে ওখানে খুঁজি তার কোমল ছোঁয়া।
কখনো ওর ডাকনাম ধরে ডাকি
এ ডাক কেউ শুনতে পায় না
হয়তো ও শুনতে পায়
উত্তর দেয় না।
কতো মমতায় সাজানো হৃদয়
কতো মমতায় সাজানো এই ঘর দোর
এই সংসার
সব অর্থহীন হয়ে পড়ে
ও নেই বলে।
একা থাকি
ভাল্লাগে না কিছুই
রোজ রোজ কেবল রিক্ত জীবন বয়ে বেড়াই
ওকে না দেখলে
প্রতিদিন নিঃস্ব হয়ে যাই।
ও ফিরে আসে না
ভাবি সব ফেলে ওর কাছে ছুটে যাই
চারদিকে ঢেউ সমুদ্দুর
সব ঢেউ মিলিয়ে গেলে দেখি
আমার বুকের ভেতর পড়ে আছে একটি মৃতনদী।