কবিতা - সচেতন হও, কবি - আজমিরা খাতুন

 


সচেতন হও
আজমিরা খাতুন


হে নারী গর্জে ওঠো সিংহের ন্যায়,
আপন সুরক্ষা হেতু।
যেভাবে গর্জে ছিলেন ব্রিটিশ শাসনে,
নেতাজি সুভাষ চন্দ্র বসু।

ওহে নারী থাবা বসাও,
শত্রু দিগের ঘাড়ে।
যেমন করে বাঘিনীরা,
পশু শিকার করে।

করবে না কেউ তোমার বিচার,
সব শোষণ কারীর দল।
ফায়দা লুটতে বন্ধু সেজে,
করবে হাজার ছল।

তুমি ফিরলে বেঁচে ধর্ষিতা নারী,
শুধু সইবে সহস্র লাঞ্ছনা।
কিন্তু ধর্ষক মশাই খোলামেলা,
কেউ কিছু তার বলবে না।

আবার ধর্ষণে তুমি মরলে পরে,
চলবে ক্ষণিক আন্দোলন।
একটু পরে সব মুছিবে,
কেউ করবে না আর নিবেদন।

তবে তুমি নিমজ্জিত হও কেনো?
বেদনার মহা সাগরে!
তুমি নারী প্রাণ দাও কেনো?
অন্যায় অত্যাচারে!

বিচক্ষণ হও ওহে নারী,
কেনো সইবে কঠিন জ্বালা।
তুমি নারী চড়তে পার,
হিমালয় পর্বতমালা।

তুমি নির্দ্বিধাতে চলতে পার,
পৃথিবীর সর্ব খানে।
তুমি নারী উঠতে পারো,
ঊর্ধ্ব গগনে।

তোমার মাঝে রয়েছে নারী,
বিবেক বুদ্ধির বিচার।
তবে কোন দ্বিধাতে আনলে টেনে,
নিজ জীবনে হাহাকার।

প্রাণ দিও না ওহে নারী,
বেরিয়ে পড়ো আগে।
যেদিন বাজবে তোমার বিজয় বাঁশি,
উঠবে সমাজ জেগে।

পথ চলিতে থেকো নারী,
অধিকতরও সচেতন।
নিজের হাতে নিজেই গড়,
নিজ জীবনের উন্নয়ন।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url