কবিতা - কথা, কবি - লালন চাঁদ
কথা
লালন চাঁদ
এমনও তো হতে পারে
তোমার নাম পাল্টে রাখলাম চাঁদ
আমরা দুজন চাঁদের জোছনায় ভিজছি
কতোদিন এমন করে ভেজা হয় নি আমাদের
ভিজছি আজ।
ভিজতে ভিজতে কতো কথা মনে পড়ছে
অথচ আজও কোনো কথাই বলা হয় নি তোমাকে
ভাবছি কথাগুলো বলবো
ভিজতে ভিজতে বলবো।
ঠোঁটে আসছে কথা
বলতে পারছি না
ইতস্তত করছি কিভাবে কথাগুলো বলবো
তবু কথাগুলো বলবো
আজ বলবোই।
তোমার ভেজা চুল আমার ঠোঁটে
চোখে মুখে
তোমার গা থেকে ভেজা ভেজা গন্ধ ভেসে আসছে
সেই গন্ধে আমি ভিজছি
ভিজছি।
তুমি বললে, কাছে এসো
গেলাম
তোমার শ্বাস আমার শ্বাসে
উষ্ণ কোমল
আমার বুকের ভেতর শীৎকার।
আমার দুচোখ গিলছে তোমাকে
তোমার ঠোঁটে ভেজা নদী
সাঁতার দিচ্ছি
এপার ওপার হচ্ছি
তুমি নিশ্চুপ।
গ্রহণ
আমার ভেতরে গ্রহণ
বাইরে গ্রহণ
কি বলতে চেয়েছিলাম মনে নেই
ভুলে গেছি সব।
চাঁদ ডুবছে
অন্ধকার
হঠাৎ কথাগুলো মনে পড়লো
বললাম, ক'টা কথা ছিলো
তুমি বললে, আজ না কাল
মনটা ভেঙে গেলো
কথাগুলো আর বলা হলো না কোনোদিন।

