একগুচ্ছ কবিতা - হান্নান বিশ্বাস
আমরা জলের বরফ সন্তান
হান্নান বিশ্বাস
আমরা এখন
বধির এক ধ্বংসের সাথে সহবাস করছি
ইতিহাস একটা বুনোহাঁস
আমরা তাকে শিকারীর মত ফাঁকা আওয়াজে
উড়িয়ে দিই
বুনো হাতির মতো
গর্জন করলে হয়তো বেঁচে যেতে পারতাম
নিকাশি ব্যবস্থা নেই আমাদের
আনমনা পশুরা
ফিঙেরা পিঠে বসে ছিঁড়ে খায় ঘাসফড়িং
একটা অর্ধমৃত চারণভূমি
শিকড় হীন বাতাস
গাছের আধমরা পাতা ঝরিয়ে খাচ্ছে
গুঁড়ি টা একটা ক্রিস্টালের মত
জল একটা প্রসূতি মা
শীততাপ নিয়ন্ত্রিত নদীর কাঠামো
আমরা জলের বরফ সন্তান
জোনাকিরা অনন্ত আঁধারে
হান্নান বিশ্বাস
নিরক্ষর রাত
একটা চাঁদের জন্ম দিলে
একটা বিকলাঙ্গ আকাশ মাথার উপর ডানা ঝাপটায়
বাতাস এক অন্ধ ভিখারী
একই ঝুলিতে শ্বাস আর দীর্ঘশ্বাস
প্রতিধ্বনিত দু-পাড়েই
বধির জলস্রোত
দৃষ্টিতে বাঁশের সাঁকোয় সময় উত্তীর্ণ ক্যালেন্ডার
সাগর একমাত্র ঠিকানা
জীবনের পাতায়
শঙ্খচিলের নিষ্ঠুর কাব্যকথা
জীভের লালায় সিক্ত ইতিহাসের পাণ্ডুলিপি
পরিযায়ী সূর্য দিনের সীমারেখায় বন্দী
জোনাকিরা অনন্ত আঁধারে
চোয়ালের আঁচিলে ঠোকর দিলে
হান্নান বিশ্বাস
কাকেরা
চোয়ালের আঁচিলে ঠোকর দিলে
শরীর জুড়ে একটা সুনামি আছড়ে পড়ে
মাছিরা
দেহ রস খেতে বসলে
রিখটার স্কেলে একটা মৃদু কম্পন অনুভূত হয়
বোলতায়
হুল ফুটিয়ে দিলে তো
শরীর এক আগুন যন্ত্রনায় জ্বলে ওঠে
চোষক নলে
মুখ লাগিয়ে মশা রক্ত চুষে নিলে
আমরা হাত বুলিয়ে থাকি
জোনাকিরা
আলোর মালা নিয়ে এলে
আমরা নিয়ন আলো ছড়িয়ে দিই