সেই হৃদয়হীনার তবুও পরান নাহি গলে, কবি - গোলাম কবির
সেই হৃদয়হীনার তবুও পরান নাহি গলে
গোলাম কবির
কেন যে চোখ দুটো একাকি দীঘল রাত
জেগে জেগে পলাশ হয়!
বুকের মধ্যে কীসের এতো ঝড় বয়?
কেউ কি জানে?
হৃদয়ে কেন যে এতো শূন্যতা নেমে আসে
কারফিউ লাগা শহরের
কোনো গলির মোড়ের মতো!
কোন সে গভীর গোপন কষ্টে হৃদয় নদী
বয়ে যায় অচিন মোহনার দিকে!
কেন যে এতো আকুলতা ঝরে পড়ে
ভালোবাসার জন্য চৈতন্যের প্রহরে প্রহরে!
সেই গভীর গোপন কষ্টের সহানুভূতি
জানাতে অন্ধ রাতের আকাশের
তারারাও ঝরে পড়ে ক্ষণে ক্ষণে!
সেই হৃদয়হীনার তবুও পরান নাহি গলে!