কবিতা -বুঝি না, কবি - লালন চাঁদ

 



বুঝি না 

লালন চাঁদ


রাগ করি 

ঝগড়া করি 

তবু দুজনে থাকি একসাথে।


সেদিন কি যে হলো 

রাগে ফুঁসছি দুজনই 

কথা কাটাকাটি 

তুমুল ঝগড়াঝাঁটিতে উন্মত্ত উভয়ই।


ব্যাস ! 

দাউ দাউ আগুন নিভলো না আর 

তুমি চলে গেলে 

চির বিদায় 

জনম জনম।


তারপর সব বন্ধ 

ফোন বন্ধ 

কথা বন্ধ 

কোথায় আছো   

কেমন আছো 

জানি না।


একা 

শূন্য ঘর বাড়ি 

জীবন একা 

খাঁ খাঁ হৃদয় 

বুক ফাটে 

বলতে পারি না।


এভাবে বাঁচা যায় ?

তবু বাঁচি 

তোমার প্রতীক্ষায় বাঁচি 

মরে মরে বাঁচি 

প্রতিদিন মরি 

প্রতিদিন বাঁচি।


এ বাঁচার কি অর্থ 

বুঝি না।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url