কবিতা - দারুন বর্ষন বানে রে, কবি - বাবুর আলি।
দারুন বর্ষন বানে রে।
বাবুর আলি।
খুঁজি তারে পাইনা দেখা
চঞ্চল হই, মনমরা রই।
দুচোখ বিছাই সুদুর পানে
কাতর প্রাণে, বিষন্ন মনে।
কদিন থেকে অদেখা সে
আছে কিনা দূর আকাশে
ঝরছে বারি, সারিসারি
গাছের মাথায় পাতায় পাতায়।
ভীষণ জোরে বাজ পড়ে
ঝলসে ওঠে অগ্নি বান,
শব্দে তার ফাটছে কান
দুরু দুরু কাঁপছে প্রাণ।
সওয়ারি নেই রিক্সাচালক
চালা ঘরে পেট পালক,
চাল কেনার পয়সা নাই
কি করি, কি করি ভাবছে তাই।
সক্ষম লোক খেলছে তাস
দিনমজুরের সর্বনাশ,
বর্ষা চলে শরৎ পানে
কাঁপছে চড়ি ডুমুর বনে।
হাট জমেনি আজ বিকেলে
আয় নেই তো, কিনবে কারা?
ডুবলো রবি, উঁকি দিয়ে
অন্ধকারে ঘীরেছে ধরা।
বাঁধ ভেঙেছে সুন্দর বনে
প্রয়াগ রাজে হড়কাবান,
অনেক জীবন নষ্ট হলো
বীর জোয়ান দের কেড়েছে প্রান।
অভিশপ্ত জলবায়ু
খাম খেয়ালি হালচাল,
পৃথিবীকে মলিন করার
পাওনা এই বীষ ফল।

