কবিতা - মেঘের ঠোঁটে বৃষ্টি, কবি - হান্নান বিশ্বাস
মেঘের ঠোঁটে বৃষ্টি
হান্নান বিশ্বাস
মেঘের ঠোঁটে বৃষ্টি
বাতাসের নূপুর পা'য়ে নিম্নচাপ
রমনী হেঁটে চলেছে যেন
যুই চামেলী হাসছে
ড্রাগন বিরহে মুষড়ে পড়ে টবে
দোলনচাঁপায় মুগ্ধতা
বর্ষার এ বাসরে
ব্যঙেদের লুকোচুরি, প্রেমালাপ
সন্ধ্যা তারা উলু দেয়
রাত নেমে আসে
পায়ে পায়ে জড়িয়ে সবুজ ঘাসেরা
খোঁপায় যেন ঝিঙে ফুল
আলতো চুমায়
মাটি ভিজে যায় রজ রসে
পাতাদের অভিমান

