কবিতা - চরিত্র চিন্তায় প্রেমের পানসি, কলমে - প্রফেসর ড. মোস্তফা দুলাল কবি, লেখক ও গীতিকার
চরিত্র চিন্তায় প্রেমের পানসি
(দাম্পত্য দর্শনভিত্তিক কবিতা)
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, লেখক ও গীতিকার
বাহ্যিক রঙ তো মরীচিকা, হৃদয় ছাড়া সে পথ,
চরিত্র-চিন্তা, দীপ্তি আনে, পিরিতে সত্যের রথ।
বংশের ছায়া, জমির গর্ব, সুখের মানদণ্ড নয়,
চাঁদের আলোয় ধৌত আত্মায়, শান্তির ঠিকানা রয়।
রক্তে থাকে বিষের বিন্দু, আচরণে ছায়া,
নাগের ফণায় কাঁপে সংসার, হারায় প্রেমের কায়া।
দাম্পত্য মানে স্বপ্ন-যাত্রা, দুটি হৃদয়ের বন্ধন,
শ্রদ্ধার সুরে ভক্তির গিটার, তবলায় প্রেমের স্পন্দন।
দেহের চেয়ে মনন বড়, চোখের চেয়ে অন্তর,
ভালোবাসার মোমের শিখায়, জ্বলে প্রীতির মন্তর।
আত্মার ভাষায় গাইতি গাড়লে, প্রণয় ডুবে ধীরে,
সুখ হারায়, দুঃখ নামে, দাম্পত্য জীবন ঘিরে।
দাম্পত্য মানে আত্মিক মিলন, বাহ্য দৃশ্য নয় মূল,
প্রদীপ জ্বালাও হৃদয় জুড়ে, তবেই ফুটে প্রেম-ফুল।
কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
ঢাকা, বাংলাদেশ।

