কবিতা - মেহনতি, কবি - লালন চাঁদ
মেহনতি
লালন চাঁদ
যুদ্ধ শুরু
এক একটা বিস্ফোরণে ভাঙে বুক
রঙচটা দেয়ালে আছড়ে পড়ে
শান্তির কবুতর
ঝিলাম নদী পেরিয়ে যায়
আর্তনাদ।
হাহুতাশ করছি
যুদ্ধের দামামা ঘরে বাইরে
বাবা ফিরে এলো
ছেলে এলো না।
ফুটপাতে রক্তাক্ত লাশ
হাজার লাশ শুয়ে আছে পাশাপাশি
লাশ নেই ছেলের
যুদ্ধ যুদ্ধ খেলা
তবু যুদ্ধ নিরন্তর
থমকে যাচ্ছে একঘর বিশ্বাস।
যারা ছিলো
তারা নেই
যারা ছিলো না তারা ভাসতে ভাসতে
ভাসতে ভাসতে খড়কুটো
জীবন্ত লাশ।
মৃত্যু আসে
মৃত্যু যায়
রক্তের ভেতর জমে ওঠে ঘৃণা
বিক্ষোভ
জন্ম নেয় রক্তাক্ত বীজ।
রাস্তায় দাঁড়িয়ে তালি দেয় অযুত হাত
স্লোগান তোলে লাখো কণ্ঠ
এসো পাল্টাই
এসো পাল্টাই এই আদিম সমাজ
আসুক বিপ্লব।

