কবিতা - পালকগুলো খুলে যাচ্ছে, কবি - হান্নান বিশ্বাস

 


পালকগুলো খুলে যাচ্ছে 

  হান্নান বিশ্বাস 


পালকগুলো খুলে যাচ্ছে 

আমাদের চোখ উড়োজাহাজের কেবিনে বাঁধানো 

কাঁচের ভিতর দিয়ে দেখি 


মন খারাপের বর্জ্য 

ধোঁয়ার আলপনা এঁকে দেয় ঘরের পিছনে 

মেঘেদের পাড়ায়


হুড খোলা মুখ 

কিছু ঝলসানো চেলা কাঠ 

একটা সরল কোণের উপর গুছিয়ে রাখা হচ্ছে 


যেখান থেকে ছাইভস্ম 

জলের মধ্যে মিশিয়ে দেওয়া হয় 


কিছু পাড় ভাঙ্গা পলি 

ঢেউ ভাঙ্গা স্রোতে গুছিয়ে রাখে 

বগলের বাথটবে 


স্বপ্ন-ব্যাপারীর খোঁজে 

একদল রাত জাগা পাখি তারার দেশের অভিযাত্রী 

হাওয়ার পাদুকা পায়ে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url