কবিতা - তোমার গায়ের ভেজা গন্ধে, কবি - মহঃ মাজহারুল আবেদিন
তোমার গায়ের ভেজা গন্ধে
মহঃ মাজহারুল আবেদিন
রইলে কোথায় মেঘের দিনে কোন বা ছাদের তলে, ভিজলো তোমার রঙিন শাড়ি ছিটকে ছিটাজলে।
বেরিয়ে গিয়ে থাকলে তুমি হয়তো আছো বাসে,
নিত্য সাথী নীরব সাথী ব্যাগটি তোমার পাশে।
জানলা দিয়ে জল যে ছিটে ঝাপটা হাওয়া সাথে, লাগছে বেগে তোমার গায়ে কঠিন মেঘলা পথে।
আঁচল তোমার উড়ছে দেখি পড়ছে থেকে থেকে, বারেবারে উঠিয়ে তাকে রাখছ মাথা ঢেকে।
বাসের পরে টোটোয় চেপে আসাটাও দায়,
আসতে হবে কর্মক্ষেত্রে উপায় কিন্তু নাই!
আসবে তুমি আশায় আমি দাঁড়িয়ে দুয়ার মুখে, তোমার গায়ের ভেজা গন্ধে কাটবে দিবস সুখে!