কবিতা - ডানা ভাঙ্গা পাখি, কলমে - আজমিরা খাতুন
ডানা ভাঙ্গা পাখি
আজমিরা খাতুন
আমি হলাম দুর্ভাগা সেই,
ডানা ভাঙ্গা পাখি।
এক বৃক্ষের শাখায় শাখায়,
করি ডাকাডাকি।
উড়তে আমার ইচ্ছে করে,
তিস্তা গঙ্গার তীরে।
আবার হারিয়ে যেতে ইচ্ছে করে,
হাজার পাখির ভিড়ে।
ইচ্ছে করে উড়ে যেতে,
এক দেশেতে আরেক দেশ।
আমি ইচ্ছেটাকে কবর দিয়ে,
করি বৃক্ষের সাথে মনোনিবেশ।
দেখি মাঝে মাঝে আকাশ তলে,
রংধনুরা জাগে।
সাঁঝের আগে গোধূলির সাজে,
একটু ভালো লাগে।
ভালো লাগে একটুখানি,
বৃষ্টি ভেজা দিনে।
নীলচে আকাশ সাজে যখন,
মেঘের আভরণে।
সারাটি দিন ব্যস্ত সবাই,
কাছে কেহ নাই।
সন্ধাতে বেশ লাগে ভালো,
যখন বাসায় ফেরে সবাই।
আমার গল্প করতে ইচ্ছে করে,
সারাটি রাত জেগে।
সারাদিনের ক্লান্ততায় তারা,
ঘুমিয়ে পড়ে আগে।
আমি চেয়ে চেয়ে দেখি তাদের,
ঘুমে ঢোলা মাথা।
নীরবতায় নিঝুম যে হয়,
আমার গল্প গাঁথা।
কেউ চলে যায় দুর বহুদূর,
চার-ছ মাসে আসে।
তাদের ছবি ভাসে আমার,
স্মৃতির আকাশে।
আমি কল্পনাতে কথা বলি,
তাদের ছবি ঘিরে।
তারা রইলো আমার হৃদয় মাঝে,
দৃষ্টির অগোচরে।।

