রুবাই: মায়ার বাজার, রচনায় - প্রফেসর ড. মোস্তফা দুলাল
রুবাই: মায়ার বাজার
রচনায় প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, লেখক ও গীতিকার
রূপার নদী বয়ে চলে, সোনার শহর ছুঁই,
গোপন সুতোর টানে নাচে, যত জনম-ভুই।
ভবের মেলা ভেঙে গেলে, সবই ধূলোয় মিশে,
শূন্য মুঠি ফেরে শেষে, যেমন এলে তুই।
Translation of the Bengali rubai into English-
Rubai: The Market of Illusion
Silver rivers run past cities of gold,
On hidden strings life’s dancers are controlled.
When life’s great fair dissolves to dust,
Empty hands return, as when we first strolled.
Dhaka, Bangladesh. date: 29-05-2021
All laws of copyright are reserve by the poet, writer and lyricist Professor Dr. Mostafa Dulal, Dhaka, Bangladesh.

