কবিতা - বৃষ্টি ভালো লাগে, কবি - মোঃ ইজাজ আহামেদ

 

মোঃ ইজাজ আহামেদ

বৃষ্টি ভালো লাগে 

মোঃ ইজাজ আহামেদ 


বৃষ্টি দেখতে ভালো লাগে

আকাশে ঘুড়ে বেড়ানো মেঘ দেখতে ভালো লাগে

পুলকিত হৃদয়ে চেয়ে থাকি আকাশের পানে

আকাশ থেকে বৃষ্টি নামে

কুটির ঘরের চালে বৃষ্টি নাচে

নাচের ঝমঝম শব্দ শুনতে ভালো লাগে

গাছ পথ মাঠ ঘাট ছেলেপুলে মহাউল্লাসে স্নান করে

স্নান করা দেখতে ভালো লাগে



খোলা জানালা দিয়ে বৃষ্টিময় বাইরে চেয়ে থাকতে ভালো লাগে

দাঁড়িয়ে থাকি জানালার ধারে

বৃষ্টি স্নাত শীতল হাওয়া আদর করে যায় দেহে

হাত বাড়াই বৃষ্টির ফোঁটায় 

বৃষ্টির ছিটানি উঁকি মারে জানালায়



বৃষ্টি থামে 

মেঘ চলে যায় কোনো অচিন দেশে 

গাছগুলো স্নান করে পরিষ্কার সবুজ পোশাক পরে 

উঁকি মারে নিঃসঙ্গ অভিমানী আকাশের পানে 

র ধন্যবাদ জানায় মেঘকে 



©® মোঃ ইজাজ আহামেদ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url