কবিতা - এই মাটিতেই, কবি - মহঃ মাজহারুল আবেদিন

 


এই মাটিতেই

মহঃ মাজহারুল আবেদিন


বাপ দাদুরা এই মাটিতে মিশেই হলো মাটি

দেশের জন্য স্বাধীনতায় মরলো তারা খাঁটি।

কবর সবার এই মাটিতেই সাক্ষী চোখের পানি

এই কবরে স্বজনরা সব, দেশকে আপন জানি।

 

গঙ্গাজলে গোসল করে রইলো হেথা বেঁচে

ঐ জলেতেই পাকপবিত্র ময়লা কাপড় কেঁচে।

ঐ জলেতেই মরার গোসল,অযু ফের ঐ জলে

এমনি করে হাজার হাজার বছর কালের তলে।


রাজা ছিলাম প্রজা হলাম পুঁজি ঘটি বাটি 

ব্রিটিশ গোলাম স্বাধীন হলাম ছাড়িনি এই মাটি।

অর্বাচীন এক বলছে এখন – ‘দেশের শত্রু তোরা’

স্বাধীনতা আন্দোলনে কোথায় ছিল চোরা!


এই মাটিতে জন্ম তাই তো যাইনি পাকিস্তানে

জন্মভূমি মায়ের মতন রইনু হিন্দুস্তানে।

সুখ ও শান্তি সবি খুঁজি জন্মভূমির কোলে

অর্বাচীনটা এসব কথা কেমন করে ভোলে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url