কবিতা - বিদ্বেষবিষতরঙ্গ, কবি - ইমতিয়াজ কবির
বিদ্বেষবিষতরঙ্গ
ইমতিয়াজ কবির
তীব্রতার সাথে পাল্টাচ্ছে ব্যবহার অভিমুখ
বৈরাগ্য বোবা হচ্ছি ক্রমশঃ --
টেলিভিশনের পর্দায় " ইউ পিএসসি জেহাদ "
পরিবারসহ গিলছি সবই নিবিষ্ট নিরন্তর।
স্বধীনতা উদযাপন দুন্দুভিযোগ ঘনঘটায়
ব্যাভিচারী মন ব্যাভিচার করে নিজেরই সাথে
সন্দিগ্ধ বাতাবরণ, বাজনা ঐক্য- আনন্দ;
না কী বিচ্ছেদ বিদ্বেষ আতঙ্কের?
সংখযালঘু বিদ্বেষ ঢেউ আছড়াচ্ছে পাহাড়
প্রতিরোধহীন প্রতিসারী প্রতি হননে ন্যস্ত
যমঘরে বন্দী সংবিধান নিস্তেজ ক্লান্ত
আপত নিরীহ চতুর্থ স্তম্ভ প্রচার সর্বস্ব
সংবিধান বিরোধিতার অপার যজ্ঞে গৃতাহুতি
টু শব্দহীন " নীরব দর্শকের "
মর্মন্ত্তদ আক্ষেপ ছড়ানো জরুরী নাগরিক মনে
গভীর ভর্ৎসনা বাক্যে আটকানোর পথ অনুসন্ধান -
লাগামহীন বিদ্বেষবিষ ছড়ানোর।