কবিতা - এবং স্ববিরোধিতা, কবি - আবদুস সালাম

 


এবং স্ববিরোধিতা

আবদুস সালাম


ভালোবাসার মানুষ গুলো আঁজলা ভরে দেয় দুঃখ

চেয়ে থাকি প্রবাহমান নদীর ধারে

বেহালায় বাজে  ক্ষিদের সুর

জ্যোৎসনা চুঁইয়ে নেমে আসে রক্ত মাখা চাঁদ


পেয়ালায় নাচে   অবয়ব শূন্য ধর্মাত্মা 

আনন্দময়ীর বিষাদ ভিত্তিক মঙ্গল ঘন্টা বাজে পাড়ায়

অসহিষ্ণু বারান্দায়  মোড়ক সাজায় বিষাদ কলস


ভ্রান্তির আসকারায় ঘাসের ডগায় জমে শিশির

অসন্তোষের চামচে শরবত খায় সম্প্রীতির স্বপ্ন

বিবর্ণ আলোয়  ডুবে যায় বিশ্বাসের নৌকা


জীবন বোধের পৌষ্টিক আলোয় স্নান সারে বিকলাঙ্গ আঁধার

জীবনানন্দ হেঁটে যায় অনন্ত কাল

আঁজলা ভর্তি দুঃখ নিয়ে চুষতে  থাকি অবক্ষয়ের স্তন-----

অস্থির শূন্যতা জাপটে ধরে

আত্মাঅনুরণনের পথে  হেঁটে যায়  

দরজায়  কড়া নাড়ে অজাগতিক বিষাদ


ছায়া-বৃত্তের ভাব-বিকার ঘটে

আত্মজাগরণের দরজায় ফুল  ছিটায় মাইকেলের পদাবলী

হৃদয়পুর  জুড়ে খেলা করে সন্যাসী  আত্মা  

বেদনার আরতি সাজায় স্ববিরোধীতার মন্দিরে


অদৃশ্য পতাকা ওড়ে দুঃখী বাতাসে---


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url