কবিতা - রাতের আকাশে একটা পঞ্জিকা ঘুরছে, কবি - গোলাম রসুল
রাতের আকাশে একটা পঞ্জিকা ঘুরছে
গোলাম রসুল
রাতের আকাশে একটা পঞ্জিকা ঘুরছে
নক্ষত্ররা জ্বলন্ত তেলের কড়াইয়ে একটা সময়কে উদ্ধৃতি দিচ্ছে
বাজ পৃথিবীকে ধরবে বলে ছুটেছে
একটা পিক লেন্স খাচ্ছে
কেন তোমারা ওটাকে গ্যাংগ্ৰিন না বলে চাঁদ বলছো
আমার বিছানার নিচে ভিজে একটি শহর
এবং বালিশের গর্তে একটি শহীদের মাথা
থুথু দিয়ে আমি প্রতিরোধ করছি
একটা মাস্টারস্টোক
স্পাইডারম্যানদের স্তূপ
আমি কখনো মৃত্যুর খোসা ছাড়াতে পারবো না
এবং ধুতে পারবো না
আবার রাতের মধ্যে সন্ধ্যা নামছে