কবিতা - সময়ের খাঁজে বন্দী চিত্র, কবি - হান্নান বিশ্বাস

 



সময়ের খাঁজে বন্দী চিত্র 

হান্নান বিশ্বাস 


নিয়ন আলোয় দৃশ্যমান 

এলিয়েনের সচিত্র পরিচয়ে মানুষের মুখ 

পৃথিবী আজব ক্যামেরা


বদ্ধ জলাশয়ে ভয়ানক জনস্রোত 

জন প্লাবনে তীব্র জনসংকট 

রেটিনার গোচরে 


তরলের সরলতায় 

আকাশের বুকে মেঘ এক অহংকারী দানব 

বজ্রাঘাতে মাটির ঠিকানায় 


একটা পাল তোলা কলম 

স্রোতের বিপরীতে খাতার পাতা ছাড়িয়ে 

সাগরের প্রচ্ছদে 


নিরীহ চাঁদ 

এক চিলতে মেঘের আড়ালে মুখ লুকায় 

আমরা আঁধার বরণ করি 

 

সময়ের খাঁজে বন্দী চিত্র 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url